পোস্টগুলি

অক্টোবর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আপনি কী এখনো ভোটার-কার্ড এখনো ভেরিফিকেশন করেননি !- Congratulations

ছবি
Ks Editing & Printing - Raiganj :- আপনি কী আপনার ভোটার-কার্ড ও আধার-কার্ড ভেরিফাই করিয়েছেন ? যদি করেন তা হলে ভালেো, না করলে Congratulations . আশা করি আপনি এতদিনে বুঝতে পেরে গেছেন গোটা দেশ জুড়ে কী হতে চলেছে । আসতে চলেছে NRC , যার আতঙ্কেই বহু মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন । আপনি কী ভাবছেন - "আমার তো সব ডকুমেন্টস্ই আছে , আমার আবার কী হবে ? অথবা আমার পূর্ব-পুরুষগণ এখানকারই বাসিন্দা , আমাদের কিছু হবে না" । আপনি ভুল ভাবছেন ।যদি তাই হতো তাহলে সরকার এত টাকা-খরচ করে অন-লাইনে পোর্টাল বানাতেন না । সরকার এই ভেরিফিকেশনের সাথে সাথে একটা করে সার্টিফিকেটও দিচ্ছেন যার মধ্যে ইলেক্ট্র অফিসারের সাক্ষর রয়েছে । যার মূল্য অনেক বেশি এই সময়ে । তাই সময় বিনষ্ট না করে আজই আপনার ও আপনার পরিবারের সকলের কার্ড-গুলি ভেরিফাই করিয়ে নিন । এই খবরটি আপনার বন্ধু-বান্ধব ও পরিজনদের কাছে দ্রুত ছড়িয়ে দিন যাতে তারাও যদি না করে থাকেন , তবে তাদেরও করতে বলুন । শেষ তারিখ ১৫ই অক্টবর ২০১৯ ।